নাটোর জেলার বড়হরিশপুর বাইপাস এলাকায় তেলবাহী ট্যাংক লরির চাপায় অটোরিক্সার দুইযাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন- সদর এলাকার করোটা গ্রামের আফছার আলীর ছেলে জনাব আলী ও বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর মিস্ত্রি পাড়া গ্রামের বাহার আলীর ছেলে রফিকুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্যাংক লরি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিক্সাটি। এ সময় অটোরিক্সায় থাকা ৭ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে বলে জানিয়েছে চিকিৎসক।
Advertisement