অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭৭ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে লংকানদের সংগ্রহ ১০১ রান। দিলশান ৫০ আর সাঙ্গাকারা ৫০ রান নিয়ে ব্যাট করছে।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে ৩৭৬ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পঞ্চম ওভারে ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফিরিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৯ রান করে ফিরে গেছেন ওয়ার্নার। ২৪ রান করে সেকুগে প্রসন্নের শিকার হয়েছেন অ্যারন ফিঞ্চ।তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়ে অবশ্য দলকে বড় সংগ্রহের দিকে অনেকখানি এগিয়ে দিয়েছেন ক্লার্ক ও স্মিথ। ৩২তম ওভারে মালিঙ্গার বলে বোল্ড হয়ে ফিরেছেন ক্লার্ক। তার আগে খেলেছেন ৬৮ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস। পরের ওভারে ৭২ রান করা স্মিথকেও সাজঘরমুখী করেছেন দিলশান।এরপর শুরু হয় ম্যাক্সওয়েল ঝড়। ওয়াটসনকে সাথে নিয়ে গড়ে তোলেন ১৬০ রানের জুটি। আউট হওয়ার আগে ম্যাক্সওয়েল ১০২ আর ওয়াটসন করেন ৬৭ রান। শেষ দিকে হাডিন ৯ বলে ২৫ রান করেন। লংকানদের পক্ষে মালিঙ্গা নেন ২টি উইকেট।এমআর/আরআইপি
Advertisement