বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা হয়েছে নেইল ব্রুমের। দীর্ঘ ছয় বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। মাশরাফিদের বিপক্ষে নিজেকে প্রমাণের অপেক্ষায় রয়েছেন ব্রুম।কিউইদের জাতীয় দলের জার্সিতে নেইল ব্রুম সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১০ সালের মার্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই সফরটা তার ভালো কাটেনি। নামের প্রতি সুবিচার করতে না পারায় সেবার দল থেকে বাদ পড়েছিলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। তবে আশা ছাড়েননি ব্রুম। ঘরোয়া লিগে নিজেকে ভালোভাবে মেলে ধরেই আবার জাতীয় দলে ডাক পেয়েছেন এই কিউই ক্রিকেটার। এখন নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে থিতু হতে চাইবেন। আর সেই প্রমাণ করার শুরুটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই।জাতীয় দলে দ্বিতীয়বার সুযোগ পেয়ে রোমাঞ্চিত ব্রুম। বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলতে পারার সুযোগটা অন্যরকম। দ্বিতীয়বার সেই সুযোগটা পেয়ে আমি আনন্দিত। এটাই ছিল আমার চূড়ান্ত লক্ষ্য। এখন নিজের সেরাটা ঢেলে দিতে চাই।’এনইউ/এমএস
Advertisement