কোনো কোনো প্রেম বুঝি মৃত্যুতেও ছেড়ে যেতে চায়না। সঙ্গীকে আঁকড়ে ধরে রাখতে চায় অন্তিম মুহূর্তেও। তেমনই এক যুগলের সন্ধান পাওয়া গেল মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিযাবার শীতল, শুভ্র তুষার ধসের নিচে। ৫৬ বছর ধরে পরস্পরকে নিবিড় আলিঙ্গনে ধরে রেখেছে এই যুগল। মৃত্যু এতটুকু শিথিল করতে পারেনি তাদের বন্ধন। সম্প্রতি উদ্ধার হওয়া এই যুগল মমিকে চিহ্নিত করা হয়েছে ১৯৫৯ সালের এক অভিযাত্রী দলের সদস্য হিসেবে। তুষার ঝড়ের কবলে পড়ে বরফসমাধি হয় এই যুগলের। ৫৬ বছর পর আরেক অভিযাত্রী দল খুঁজে পেল হারিয়ে যাওয়া এই দুই অভিযাত্রীকে, শেষ সময়েও যারা উত্তাপ খুঁজেছে পরস্পরের গাঢ় আলিঙ্গনে। নতুন অভিযাত্রী দলের সদস্য ফ্রান্সিসকো রডরিগেজ জানিয়েছেন, কাছাকাছি আরো একটি তুষারিত দেহ পাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। খোঁজা হচ্ছে সে দেহটিও। উদ্ধার হওয়া মমি দুটোর ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই পরিচয় নিশ্চিত হওয়া যাবে মৃত্যুঞ্জয়ী এই প্রেমিকযুগলের।এসআরজে
Advertisement