বিনোদন

মেয়েকে নিয়ে হোলি খেললেন বাধন

মেয়েকে নিয়ে হোলির রঙে রঙিন হলেন লাক্স সুন্দরী আজমেরী হক বাধন। রাজধানীর ধানমন্ডিতে অভিনেত্রী দীপা খন্দকারের বাসার ছাদে আয়োজন করা হয় আনন্দময় এক হোলি উৎসবের। বাধন ও তার মেয়ে মিশেল আমানী সায়রা ছাড়াও এতে অংশ নেন ওয়াহিদা মল্লিক জলি, দীপা খন্দকার, মৌসুমী নাগসহ আরো অনেকেই। ব্যস্ততাকে বিদায় দিয়ে ঘরোয়া পরিবেশে আজ শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিনেত্রীরা নিজেদের রাঙিয়ে নিয়েছেন হোলির বাহারী রঙে। তবে আনন্দের মাত্রাটা বেশি ছিলো বাধনের সাড়ে তিন বছরের মেয়ে সায়রার। তার সেই আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছিলো তাকে ঘিরে সবার নাচ গান। এ বিষয়ে বাধন বলেন, ‘দিনযাপনের একঘেয়েমিতাকে কাটাতেই এই রঙ খেলার আয়োজন। আমার মেয়ে খুব এনজয় করেছে। সবাই মিলে দারুণ মজা করেছি।’আজকাল অভিনয়ে অনিয়মিত দেখা যাচ্ছে বাধনকে। এমন প্রশ্নের জবাবে জাগোনিউজকে তিনি বলেন, ‘মেয়েকে সময় দেয়ার পরে অভিনয়ের জন্য খুব বেশি সময় দিতে পারি না। ভেবেছিলাম, মেডিকেলের পড়াশোনা শেষ করে চেম্বার নিয়ে প্র্যাকটিস করবো। মেয়ের জন্য সেটাও পেরে উঠছি না। ও বড় না হওয়া পর্যন্ত এসব বিষয়ে পূর্ণ মনযোগ দিতে পারব না হয়তো। তকে অভিনয়টা চালিয়ে যেতে চাই। এটা আমার ভালো লাগার জায়গা।’ বাধন আরো জানালেন, এ মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন বেশ কিছু ধারাবাহিকের কাজ নিয়ে। সম্প্রতি শেষ করলেন রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় ‘মেঘে ঢাকা শহর’ নামের একটি মেগা সিরিয়ালের কাজ। শীঘ্রই এটি প্রচারে যাবে। পাশাপাশি প্রাণ-আরএফএল’র একটি বিজ্ঞাপনের কাজও শেষ করেছেন। এটিও প্রচারের অপেক্ষায় রয়েছে। হাতে আছে বেশ কিছু নতুন ধারবাহিক ও এক ঘণ্টার নাটকের প্রস্তাব। চরিত্র ও গল্প বাছাই করেই এসব কাজে হাত দিবেন। তবে শীঘ্রই অংশ নিবেন মাহবুবা ইসলাম সুমী, দীপু হাজরা, কায়সার আহমেদের পরিচালনায় তিনটি এক ঘণ্টার নাটকে। চলচ্চিত্রের ভাবনায় এই লাক্স সুন্দরী বলেন, ‘যে কোন অভিনেত্রীই চায় বড় পর্দায় কাজ করতে। আমিও চাই। তবে কমার্শিয়াল ছবির টিনএজ নায়িকার চরিত্রে আমি আগ্রহী নই। অভিনয় করার সুযোগ আছে এমন চরিত্র ও গল্পের প্রস্তাব পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করবো।’ বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে বাধন অভিনীত বেশ কিছু ধারাবাহিক। তারমধ্যে এশিয়ান টিভিতে ‘জীবনের গল্প’, বৈশাখীতে ‘সাপলুডু’, এনটিভিতে ‘দলছুট প্রজাপতি’, বাংলাভিশনে ‘ঘোমটা’ নাটকগুলো নিয়মিত প্রচার হচ্ছে। এলএ/পিআর

Advertisement