রাজশাহীর বাঘায় এসএসসি (ভো.) পরীক্ষা কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের দায়ে ২২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ট্রেড-২ (তাত্ত্বিক) পরীক্ষা চলাকালীন সময় তাদের বহিষ্কার করা হয়। রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল-মুঈদ ওই ২২ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।উপজেলার শাদৌলা ডিগ্রি কলেজ ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা সকলেই ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের।নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল-মুঈদ জানান, তার কাছে তথ্য ছিলো ওই কেন্দ্রে গণহারে নকল চলছে। এ তথ্যের ভিত্তিতে পরীক্ষা চলাকালীন সময় ঝটিকা টিম নিয়ে তিনি সেখানে হাজির হন। দূর থেকে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং বুঝতে পারেন পরীক্ষার্থীরা নকল করে পরীক্ষা দিচ্ছে। পরে পরীক্ষার্থীদের খাতা ও শরীর তল্লাশি করে বিপুল পরিমাণ নকল উদ্ধার করা হয় ও ২২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।ওই কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার জানান, পরীক্ষায় নকলের বিষয়টি ধরতে পেরে ২২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল-মুঈদ আরো জানান, পরীক্ষা কেন্দ্রের দুইটি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে নকল নিয়ন্ত্রণে রাখতে বেশ বেগ পেতে হচ্ছে কেন্দ্রের যারা দায়িত্বে আছেন তাদের। এবিষয়ে সংশ্লিষ্টদের সর্তক করা হয়েছে। এমএএস/পিআর
Advertisement