জাতীয়

‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্র ও সমাজ জীবনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ সরকার এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হবে।বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০১৫’ এর অনুষ্ঠান উদ্বোধন করবেন।১৯১০ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানার নারী শ্রমিকদের নারী আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রতি সম্মান জানাতে প্রতিবছর এই দিনটিতে আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হচ্ছে।সকল ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেয়ার দাবিতে এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে; যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরো গৌরবময় হয়ে ওঠে।ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে- ডিআরইউ’র নারী সদস্যদের লেখা নিয়ে সংকলন “কণ্ঠস্বর” প্রকাশ করা। এছাড়াও আছে নারী সদস্যদের নিয়ে র‌্যালি ও আড্ডার আয়োজন। র‌্যালিটি সকাল ১০টায় ডিআরইউ চত্বর থেকে যাত্রা করে জাতীয় প্রেসক্লাব হয়ে ডিআরইউতে ফিরবে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক রোববার দিনব্যাপি কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গৃহশ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রোববার সাড়ে ১১টায় গৃহশ্রমিকদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হবে। এছাড়াও সংগঠনটি দিনব্যাপি নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করবে।পক্ষকালব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক বাংলাদেশ। এ উপলক্ষে গত ১ মার্চ ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে প্রতিষ্ঠানের নারী কর্মীদের “প্রাণ খুলে কথা বলা” অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। এছাড়াও পক্ষকাল ধরে বিভিন্ন আলোচনা সভা, মতবিনিময়, সচেতনতামূলক কর্মসূচি, লিফলেট বিতরণ করা হচ্ছে।এছাড়া দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ব্র্যাকের প্রায় চার হাজার শাখা অফিসে দলীয় আলোচনা, নারী অধিকার বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, ভিডিও প্রদর্শন, সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণের আয়োজন করা হয়েছে।দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচছাসেবী সংগঠন, পেশাজীবী সংগঠন নারী দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। সরকারি-বেসরকারি গণমাধ্যমও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষে গতকাল ও আজও সারাদেশে বিভিন্ন সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম-এর উদ্যোগে শনিবার সকালে জাতীয় জাদুঘর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।# সরকারি চাকরিতে নারীর অবস্থান বেড়েছে ৩০ শতাংশ# সমতাভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীরআরএস/পিআর/এসআরজে

Advertisement