ক্যাম্পাস

১৮ আগস্ট জবিতে ভর্তির আবেদন শুরু

১৮ আগস্ট দুপুর ১২টা থেকে এসএমএস-এর মাধ্যমে শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ। এটি চলবে ২৮ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় টেলিটক মোবাইলেও এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যাবে।৫ সেপ্টেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের ভর্তি পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে ১২ সেপ্টেম্বর শুক্রবার ‘এ’ ইউনিটের, ১৩ সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের, ১৯ সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের এবং ২৬ সেপ্টেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অন্যান্য বছরের তুলনায় এ বছর ভর্তি পরীক্ষা, ভর্তি পদ্ধতি এবং আসন বিন্যাসে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।অন্যান্য বছর যেখানে শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিতে ছবি সংযুক্ত করে প্রবেশপত্র হিসাবে ব্যবহার করা হত সেখানে এবছর প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোডের ব্যাবস্থা থাকতে পারে।অপর দিকে ’ডি’ ইউনিটের বিষয়গুলোর আসন সংখ্যায় এবার বেশ লক্ষ্যনীয় পরিবর্তন দেখা যাবে। গত বছর অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যথাক্রমে ছিল ১০০টি, ১০০টি এবং ১০৫টি করে আসন সেখানে এবার বিভাগ তিনটিতে থাকবে ৯০টি করে আসন।ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd তে পাওয়া যাবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

Advertisement