গরম তো পড়েই গেল। রসালো ফল খেয়ে গলা ভেজাতে চাইবেন অনেকেই। চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন ফ্রুট সালাদ। ফল তো হাতের কাছে রয়েছেই-উপকরণ:কলা-১টা(ছোট ছোট টুকরো)স্ট্রবেরি-২টা(স্লাইস করা)কমলা-১টা(খোসা ছাড়ানো)তরমুজ-অল্প পরিমাণে (ছোট ছোট টুকরো)আঙুর-১০-১২টামধু-১ চা চামচপ্রস্তুত প্রণালী:সব ফল একসঙ্গে মেশান। মধু ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট সালাদ। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।এইচএন/পিআর
Advertisement