স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর বুলেটবিদ্ধ বুক,সবুজের দেশে শেখ মুজিবের রক্তমাখা মুখ।স্বাধীনতা মানে দুখিনি মায়ের সন্তানহারা শোককথা,লাখো শহীদের রক্তে লেখা রক্তিম বারতা।স্বাধীনতা মানে হাজারো বোনের সম্ভ্রম হারানোর ব্যথা,নজরুল আর রবিঠাকুরের অবিনাশী কবিতা।স্বাধীনতা মানে ৭ই মার্চের অগ্নিঝড়া ভাষণ,বৃদ্ধ পিতার হৃদয় মাঝে পুত্রহারা দহন।স্বাধীনতা মানে তাজা রক্ত দিয়ে গড়া যমুনা,সে রক্তের স্রোতে আরো ভরেছে পদ্মা ও মেঘনা।স্বাধীনতা মানে হারানো কিছু কচিকাচা প্রাণ,শত শিল্পীর মুখে ফোটা কান্নাঝড়া গান।স্বাধীনতা মানে বীরসেনাদের বিদ্রোহী প্রতিবাদ,নববিবাহিতার ঘর ভাঙনের আর্তনাদ।স্বাধীনতা মানে লাশের ওপর বুনো শকুনের উল্লাস,পিতা-মাতা হারা কিশোরীর বুকে জমে থাকা দীর্ঘশ্বাস।স্বাধীনতা মানে আর কিছু নয় একটি বিসুভিয়াস,পাকবাহিনীর আগুনে ঝলসানো আমার ভাইয়ের লাশ।এসইউ/পিআর
Advertisement