বিনোদন

নারী দিবসে প্রকাশ হচ্ছে ‘সুতপার ঠিকানা’র গান

আসন্ন মা দিবসে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। তার আগে নারী দিবস উপলক্ষে বাজারে আসছে এই ছবির গানের অডিও অ্যালবাম। ৮ মার্চ বিশ্ব নারী দিবসের সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘সুতপার ঠিকানা’ অডিও অ্যালবামের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। অ্যালবামটির মোড়ক উন্মোচনের পাশাপাশি ছবির একটি ভিজ্যুয়াল প্রোমোও সেখানে প্রদর্শন করা হবে।পরিচালক সূত্রে জানা গেছে, ছবিতে গান রয়েছে মোট ৬টি। এর মধ্যে একটি রাধারমণের গানও রয়েছে। ছবির সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, চন্দনা মজুমদার, কনা ও কিশোর।প্রসঙ্গত, ২০১৩-১৪ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সুতপার ঠিকানা’ ছবিটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। নারীর আটপৌরে জীবন নিয়ে গড়ে উঠেছে  ছবির গল্প। এ ছবিতে সুতপার চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, শাহাদাত হোসেন, রবি শিকদার, সায়কা আহমেদ প্রমুখ।এলএ/পিআর

Advertisement