জাতীয়

২৫তম বিসিএস ফোরামের নতুন কমিটি

২৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ফোরামের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. আ. আহাদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিসিএস (পোস্টাল) ক্যাডার শরীফ লতীফ।শুক্রবার রমনায় পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত ২৫তম বিসিএস ফোরামের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় ২০১৫-১৬ মেয়াদী ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত ও অনুমোদিত হয়।কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. সেলিম হোসেন, বিসিএস (প্রশাসন), সহসভাপতি কাজী মো. জাকির হোসেন, বিসিএস (শিক্ষা) ও সাইদুজ্জামান সাঈদ, বিসিএস (তথ্য), যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাশেদ, বিসিএস (প্রশাসন) ও ডা. মো. শহীদুল ইসলাম, বিসিএস (স্বাস্থ্য)।সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন ডা. পল্লব কান্তি সাহা, বিসিএস (স্বাস্থ্য) এবং কোষাধ্যক্ষ পদে মো. ফারুকুল ইসলাম, বিসিএস (কর)। এছাড়া কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে প্রায় সকল ক্যাডারে প্রতিনিধিত্ব রয়েছে।জেইউ/বিএ/আরআই

Advertisement