জাতীয়

মার্চেই এসএসসি পরীক্ষা শেষ হবে : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষা দ্রুত সম্পন্ন করার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন চলতি মার্চ মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ করা হবে। এছাড়া পরীক্ষার ফলাফলও আগামী ৬০ দিনের মধ্যে ঘোষণা করা হবে। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, এই অবরোধ ও হরতাল চলতে থাকলেও আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। উল্লেখ্য, হরতাল-অবরোধে এসএসসি পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হতে বিঘ্ন হচ্ছে। এতে করে পরীক্ষার্থীর পাশাপাশি উদ্বিগ্ন তাদের অভিভাবকরা। এত সময় ধরে পরীক্ষা চলায় পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়েও তৈরি হয়েছে উদ্বিগ্নতা।এমজেড/বিএ/এমএস

Advertisement