অর্থনীতি

রোববার মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের লেনদেন বন্ধ

রেকর্ড ডেটের কারণে রোববার বন্ধ থাকবে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, ব্যাংটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করেছেন। বিনিয়োগকারী নির্বাচনের জন্য ৮ মার্চ রোববার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।আগামী ৩০ মার্চ সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে।সমাপ্ত অর্থবছরে ব্যাংটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১২ পয়সা ও শেয়ার প্রতি সম্পদ হয়েছে ১৩ টাকা ১২ পয়সা।উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠান ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/বিএ/এমএস

Advertisement