মাঠে দর্শনীয় গোল করে ভক্তদের যেমন আনন্দ দিয়ে থাকেন,এবার নেচে সবাইকে চমকে দিলেন রোনালদো। অবশ্য কোন অনুষ্ঠানে নাচেননি রোনালদো। ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের নতুন জুতার বিজ্ঞাপনে নাচের প্রতিভা দেখিয়েছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।বিজ্ঞাপনটির শুরুতে মঞ্চে হেঁটে আসেন রোনালদো,তুলে নেন নিজের ব্র্যান্ডের একটি জুতার প্যাকেট। তারপরই পুরো মঞ্চে আলো জ্বলে ওঠে,শুরু হয় তার চমৎকার না।এমআর/আরআইপি
Advertisement