যশোরের বৃহৎ তৈরি পোশাকের বাজার কালেক্টরেট মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে মার্কেটের ১৮টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল্লাহ জানান, `শুক্রবার রাত পৌনে ১টার দিকে কালেক্টরেট মার্কেটে আগুন লাগার খবর পান তারা। যশোর, ঝিকরগাছা ও মণিরামপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ১ ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। এ মুহূর্তে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে।কালেক্টরেট মার্কেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জাগোনিউজকে বলেন, `নৈশপ্রহরী দিলীপ ও আতিয়ার তাকে ফোনে জানান মার্কেটের দুই নম্বর গলির চৈতি গার্মেন্টসে আগুন লেগেছে। আমি পৌঁছানোর আগেই ১৮টি দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।`তিনি আরও জানান, তার ধারণা বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।এমজেড/বিএ/এমএস
Advertisement