ক্যাম্পাস

নাশকতাকারী সন্দেহে ঢাবিতে ৩ ছাত্রকে পিটুনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নাশকতাকারী সন্দেহে তিন ছাত্রকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইইআর ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।পিটুনির শিকার ছাত্ররা হলেন জসীম উদ্দিন হলের শহীদুল (সমাজবিজ্ঞান), আনিস (বিশ্ব ধর্মতত্ত্ব) ও এসএম হলের সোহেল। তিনজনই মাস্টার্সের শিক্ষার্থী।জানা যায়, শুক্রবার বিসিএস পরীক্ষা দিয়ে এসে ক্যাম্পাসে ঘুরতে বের হয় তিনজন। পরে আইইআর ইনস্টিটিউটের সামনে ঘুরতে দেখে নাশকতাকারী সন্দেহে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধরে হলে এনে মারধর করে। পরে তাদেরকে পুলিশে দেওয়া হয়।ছাত্রলীগের জসীম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক বি এম এহতেশাম বলেন, ‘তারা তিনজনই স্বীকৃত ছাত্রদল। তাদেরকে এর আগে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা আইইআরের সামনে নাশকতার ষড়যন্ত্র করছিল। তাই ধরে পুলিশে দেওয়া হয়েছে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, ‘তাদেরকে গভীর রাতে আইইআর ইনস্টিটিউটের সামনে থেকে ছাত্রলীগের কর্মীরা ধরে পুলিশে দিয়েছে বলে জানতে পেরেছি। যেহেতু ছাত্রদল কোনো নিষিদ্ধ সংগঠন নয়, তাই নাশকতার অভিযোগ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে মনে করি।’এমজেড/বিএ/আরআইপি

Advertisement