কুমিল্লা সদর উপজেলার বালুতুপা এলাকা থেকে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। বিজিবি-১০ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল বালুতুপা এলাকায় অভিযান চালায়।এ সময় রাস্তার পাশ থেকে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। নাশকতার জন্য কিছু দুষ্কৃতকারী পেট্রলবোমাগুলো এখানে জড়ো করেছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মোহাম্মদ মোখলেসুর রহমান। বিএ/এমএস
Advertisement