আন্তর্জাতিক

মঙ্গলেও ছিল মহাসাগর!

এতদিন মঙ্গলে পানির অস্তিত্ব খুঁজে ফিরছিলেন বিজ্ঞানীরা। এবার তারা বলছেন, শুধু পানিই নয়, এক সময় রক্তিম এ গ্রহে ছিল বিশাল জলরাশি। যা সুমেরুর মহাসাগর থেকেও বড় ছিল। নাসার বিজ্ঞানীদের দাবি, প্রায় ৪৩০ কোটি বছর আগে মঙ্গলে এত বড় মহাসাগর ছিল যে, তা গ্রহটির সম্পূর্ণ পৃষ্ঠদেশকে ৪৫০ ফুট বা ১৩৭ মিটার গভীর তরলের স্তরে নিমজ্জিত করতে পারত। মঙ্গলের উত্তর গোলার্ধের প্রায় অর্ধাংশজুড়ে ছিল মহাসাগরটি। তাদের মতে, মহাসাগরটির কোনো কোনো অংশের গভীরতা ছিল ১ মাইল।বিজ্ঞানীরা জানান, যদি সত্যিই সেখানে এমন একটি সাগর ছিল বলে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে মঙ্গল সম্পর্কে নতুন এক ধারণার জন্ম হবে। কারণ, এ ব্যাপারে এখনও সন্দেহ পোষণ করছেন অনেক বিশেষজ্ঞ। ক্যালিফোর্নিয়ার ল্যাবরেটরির কিউরিসিটি রোভার মিশনের প্রকল্প বিজ্ঞানী অশ্বিন ভাসাভাডা বলেন, মঙ্গলে সাগরের অস্তিত্বের বিষয়টি এখনও অনুমাননির্ভর।  সূত্র :ওয়েবসাইটএসএইচএ/এমএস

Advertisement