গণমাধ্যম

ওয়েজবোর্ড বাস্তবায়নের নামে সাংবাদিক ছাঁটাই : ডিইউজে’র উদ্বেগ

৮ম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের নামে বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থায় ঢালাওভাবে সাংবাদিক ছাঁটাই-এ গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার ডিইউজে’র সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় এ উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ওয়েজবোর্ড বাস্তবায়নের পর সাংবাদিকদের বেতন কাটছাট করে নিজস্ব বেতনক্রম নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠনটি। এছাড়া নেতৃবৃন্দ আরো বলেন, গণমাধ্যমে ঢালাও চাকুরিচ্যুতি এবং জোরপূর্বক বেতন বইয়ে স্বাক্ষর আদায়ের মাধ্যমে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মনিটরিং সেলকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় রুটি-রুজির দাবি আদায়ে ডিইউজে সর্বাত্মক আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।সভায় অপর এক প্রস্তাবে দেশের চিহ্নিত একটি রাজনৈতিক মহলের টানা নৈরাজ্যে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পেট্রল সন্ত্রাস বন্ধে কঠিন পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানোনো হয়। এছাড়া সম্প্রতিকালে দেশটিভি, ভোরের কাগজ, একাত্তর টিভিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়ীতে হামলা ও সাংবাদিকদের ওপর বোমা হামলার নিন্দা জানানো হয়।সভায় বক্তব্য রাখেন- ডিইউজে’র সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহানা শিউলী, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রচার সম্পাদক রফিক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম, কার্যনির্বাহী পরিষদ সদস্য পলি খান, সেবিকা রানী, শাহনেওয়াজ দুলাল, দি নিউ নেশন ইউনিট চিফ সাহিদুল ইসলাম, ডেসটিনি ইউনিট চিফ মোস্তফা হোসেন চৌধুরী, আমার কাগজ ইউনিট চিফ কামাল চৌধুরী প্রমুখ।এছাড়া সভার শুরুতে বিশিষ্ট সাংবাদিক আমিনুল হক বাদশা, জগলুল আহমেদ চৌধুরী, আজিজুর রহীম পিউ, আহমেদ কাফিল, মীর মহিউদ্দিন সোহান, হোসাইন জাকির, দীপেন চৌধুরীর বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।আরএস/পিআর

Advertisement