বিনোদন

প্রকাশ হলো তুখোড়ের টিজার (ভিডিও)

নির্মাতা মিজানুর রহমান লাবু পরিচালিত ‘তুখোড়’ ছবির এক ঝকল প্রকাশ হয়েছে। যেখানে রোমান্স করতে দেখা গেছে কলকাতার রাতাশ্রী ও বাংলাদেশের শিবলীকে। বাংলাদেশের মনোরম লোকেশনের পাশাপাশি এ ছবিটির শুটিং হয়েছে ব্যাংককের ফুকেট ও অস্ট্রেলিয়ার সিডনিতে। ছবিটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এবার ইউটিউবে প্রকাশ হলো এর টিজার। ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসাই আজ আমাকে নির্মাতা বানিয়েছে। পরিবারের সবাই যাতে নির্মল বিনোদনের সুযোগ পায় সে কথা মাথায় রেখেই তুখোড়ের প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে।’ ছবিতে আরও অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, সামিহা খান, সাদিয়া সোমা, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান, শায়েরী ও আইটেম সংয়ে পারফর্ম করেছেন স্টানিং মিতু।আগামী বছরের প্রথমদিকে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা লাবু। তুখোড় ছবির ট্যাগ লাইন দেয়া হয়েছে ‘অপারেশন ক্লাব ডি’। এনই/এইচএন/এমএস

Advertisement