দেশজুড়ে

সরকারি অফিসে অগ্নিসংযোগ, মালামাল পুড়ে ছাই

লক্ষীপুর জেলা শহরের সড়ক ও জনপদ অফিস এবং সদর উপজেলার পার্বতীনগর ভূমি অফিস ও তথ্য সেবা কেন্দ্র ও সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মচারীদের অস্ত্রের মূখে জিম্মি করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে আলাদাভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ওই অফিসগুলোর আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পর বশিকপুরে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় দত্তপাড়া ফাঁড়ি পুলিশ পানি ঢেলে এবং অন্যন্য অফিসগুলোতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের সনাক্ত করতে সহকারী পুলিশ সুপারকে (সদর) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, এসব ঘটনাকে ঘিরে সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এলএ/পিআর

Advertisement