দেশজুড়ে

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের দেলদুয়ারে বাস-ট্রাক সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। নিহতরা হলেন বগুড়া জেলার সোনাকানিয়া এলাকার রবিউল ইসলামের মেয়ে রিমা (১০) ও ধুনট উপজেলার কালেরপাড়া এলাকার তোজাম সরকারের ছেলে আলম মিয়া (৩০)। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন জানান, বিকাল সোয়া ৪টায় ঢাকাগামি নাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৭৫৮৫) একটি বাস ডুবাইল নামক স্থানে পৌঁছালে টাঙ্গাইলগামি একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৮১৪৭) সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ২ জন যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরও ১২ জন। গুরুতর আহত ৪ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলএ/পিআর

Advertisement