জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মাদরাসা শিক্ষকদের করণীয় বিষয়ক সমাবেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেছেন, মাদরাসা শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল সম্ভবনা সৃষ্টি হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩০ একর জায়গা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার মাঠে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন নওগাঁ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ এসব কথা বলেন তিনি।প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, জঙ্গি ও সন্ত্রাসদের সংখ্যা খুবই কম। তাদের কাজ ইসলামের নামে দেশে অশান্তি সৃষ্টি করা। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন দেশ তাদের নিয়ন্ত্রণে আছে।জামিয়াতুল মোদার্রেছিন নওগাঁ জেলা শাখার সভাপতি ও নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজি, সভাপতি আলহাজ এমএম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস খান, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, পিএম আদম আলী, মাওলানা আইউব আলী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে জেলার ১১ টি উপজেলার মাদরাসার শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।আব্বাস আলী/এএম/এমএস
Advertisement