১৯৮৩ বিশ্বকাপের লর্ডস ফিরে আসুক পার্থে। ক্যারিবীয়রা এ প্রত্যাশা করলেও এমনটা চায় না টিম ধোনি। শুক্রবার পার্থের ওয়াকায় পুল ‘বি’ এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে ভারতের সামনে ১৮৩ রানের মামুলি টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।৩২ বছর আগে লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছিল কপিল দেবের ভারত। কিন্তু ১৪০ রানে অল-আউট হয়ে ভারতীয় ক্রিকেটের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পায় ভারত। কিন্তু ওয়াকায় ১৮৩ রান তাড়া করে ক্যারিবিয়ান ইনিংসের পুনরাবৃত্তি চায় না টিম ইন্ডিয়া।এদিন ওয়াকায় গতি ও বাউন্সি পিচে টস জিতে ব্যাটিং নিয়ে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে ১৮২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক জেসন হোল্ডারের লড়াকু হাফ-সেঞ্চুরি না-হলে দেড়শোর গণ্ডি টপকাতে পারত না তারা। ৬৪ বলে চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন ক্যারিবীয় অধিনায়ক। এ দিন ব্যর্থ বিশ্বকাপের একমাত্র দ্বি-শতক করা ব্যাটসম্যান গেইলও। ব্যক্তিগত ২১ রানে মোহাম্মদ সামির শিকার ক্যারিবিয়ান দৈত্য। জোনাথান কার্টারও গেইলের বেশি করতে পারেননি। ৩৫ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সামি। উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। রবিচন্দ্র অশ্বিন ও মোহিত শর্মা নেন একটি করে উইকেট।ক্যারিবিয়ান ইনিংস ১৮২-তে পৌঁছনোর জন্য ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের থেকে বেশি অবদান রয়েছে ভারতীয় ফিল্ডারদের। এদিন চারটি ক্যাচ ছাড়েন ধোনিবাহিনী। হোলির দিন ভারতীয় ভাং-খেয়ে মাঠে নেমেছিলেন।বিএ/পিআর
Advertisement