শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ কেজি স্বর্ণসহ আটক উত্তর কোরিয়ার কূটনীতিক সং ইয়াং ন্যামকে ছেড়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। কারণ হিসেবে তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশী কোনো কূটনীতিককে দায়িত্বরত অবস্থায় কোনো অভিযোগ বা মামলায় আটক রাখা যাবে না বলে উল্লেখ আছে।এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় তাকে আটক করে আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কাস্টমস কর্তৃপক্ষ।এপিবিএন’র সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান সং ইয়াং ন্যাম। এ সময় তার কাছ থেকে ১৭০টি সোনার বার ও অলঙ্কারসহ মোট ২৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।# ২৮ কেজি সোনাসহ কোরিয়ান কূটনীতিক আটকএএইচ/পিআর
Advertisement