এ্যানি খান-উপস্থাপনা-মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ছোট পর্দার দর্শকদের কাছে পছন্দের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন বেশ আগেই। এবার তিনি নিজেকে প্রস্তুত করছেন বড় পর্দার দর্শকদের ভালোবাসা অর্জনের। এ প্রসঙ্গে এ্যানি খান বললেন, নিজেকে নিউ লুকে বড় পর্দায় হাজির করতে চাই আমি। সেজন্য ডায়েট করছি, প্রায় তিন মাস ধরে ভাত খাই না। চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করতে ড্যান্সের উপরেও প্রশিক্ষণ নিচ্ছি। পরিপূর্ণ একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে-এ অঙ্গনে কাজ করতে চাই।এরইমধ্যে তিনি বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ নাবিল আশরাফ পরিচালিত ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে রংধনু শিরোনামে একটি ছবিতে কাজ করেছেন। তবে টিভি মিডিয়ার এই সফল তারকা চলচ্চিত্রে জেনে বুঝে কাজ করতে চান। এ প্রসঙ্গে এ্যানি খান বললেন, ভালো গল্পের ছবি যেখানে আমার চরিত্রটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যে হবে এমন ছবিতেই কাজ করতে চাই। ছবির সংখ্যা বৃদ্ধি চেয়ে ভালো ও মানসম্মত ছবিতে অভিনয়ের মাধ্যমেই দর্শক হৃদয়ে স্থান করে নিতে চাই। এ্যানি খান আরো বললেন, যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্রে কাজের ব্যাপারে কথা চলতে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। এছাড়াও বেশকিছু ছবিতে কাজের কথা চলছে গল্প পছন্দ হলে খুব অল্প সময়ের মধ্যেই নতুন ছবিতে কাজ শুরু করবো। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এ্যানি খান বললেন, এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য আর সেটা হল চলচ্চিত্রে অভিনয় করা। নিজেকে একজন সফল চিত্রনায়িকা হিসেবে দেখতে চাই। আমি আশা করি ছোট পর্দায় দর্শকদের কাছে থেকে যেমন ভালোবাসা পেয়েছি চলচ্চিত্রেও ঠিক তেমনি করে দর্শকরা পাশে থাকবেন।এমএস/এআরএস
Advertisement