খেলাধুলা

ফের আজমলের বোলিং অ্যাকশনে আইসিসির সন্দেহ

গল টেস্টে পাকিস্তানের স্পিন তারকা সাঈদ আজমলের বোলিং অ্যাকশনে সন্দেহ দেখালেন ম্যাচের আম্পায়ার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে এ নিয়ে আইসিসি’র কাছে রিপোর্ট দিয়েছেন তারা। বিধি অনুযায়ী আগামী ২১ দিনের মধ্যে আজমলকে আইসিসির কাছে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে এর ফাঁকে খেলা চালিয়ে যেতে পারবেন আজমল। আম্পায়ারের রিপোর্ট ইতিমধ্যে হাতে পেয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার মঈন খান। গতকাল মঈন বলেন,  আইসিসি আমাদের জানিয়েছে বিষয়টি। এতে আমরা অবাক হয়েছি। তবে আমরা উদ্বিগ্ন নই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা নিশ্চিত বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষায় ঠিকই উৎরে যাবে আজমল। আর পরের টেস্টেও পাকিস্তান দলে আজমল খেলছে নিশ্চিত। সে আমাদের সেরা বোলার এবং আমরা তার পাশেই রয়েছি। আজমলের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের এটি দ্বিতীয় অভিযোগ। নিজের ‘দুসরা’ বোলিং নিয়ে সামপ্রতিক ক্রিকেটে সবচেয়ে সফল স্পিনার সাঈদ আজমল। আর এ ‘দুসরা’ বোলিংয়ের অ্যাকশনে  আজমলের বিরুদ্ধে অভিযোগ ওঠে ২০০৯ সালের এপ্রিলে। তবে আইসিসির কাছে পরীক্ষায় ঠিকই পার হন আজমল। চলতি বছর মে’তে আজমলের বোলিং অ্যাকশনে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের পেস তারকা স্টুয়ার্ট ব্রড। টুইটারে ব্রড বলেন, পরীক্ষায় দেখানো অ্যাকশনের চেয়ে আলাদা দেখা যায় আজমলের বোলিংয়ে। তবে প্রতিক্রিয়ায় ব্রড ও ইংলিশ ক্রিকেট বোর্ডের কাছে কৈফিয়ত  দাবি করেন আজমল। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে পাকিস্তান। সূচনা টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার আজমলই। ১৪ই আগস্ট কলম্বোয় গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Advertisement