দেশজুড়ে

যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

যশোরের শার্শা উপজেলায় ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (৫ মার্চ) রাত পৌনে ১২ টায় শার্শা থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার সরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে রাজু (২৫) ও সাড়াতোলা গ্রামের মনির উদ্দিনের ছেলে রফি (২৪)। পুলিশ জানায়, ধর্ষণের শিকার মেয়েটির সঙ্গে মোবাইলের মাধ্যমে ১ মাস আগে পরিচয় হয় রাজুর। রাজু মেয়েটিকে বিয়ের জন্য পরিবারের কাছে  প্রস্তাবও দেয়। কিন্তু রাজুর আগে দু’টি বিয়ে ও বউ আছে জানতে পেরে মেয়ে ও মেয়ের পরিবার এ সম্পর্কে  রাজি হয়নি। গত মঙ্গলবার (৪ মার্চ) মেয়েটি স্কুল থেকে টিফিনের জন্য বের হয়ে দুপুরের খাবার খেতে বাড়িতে যাচ্ছিলো। এসময় রাজু ও তার বন্ধু রফি মেয়েটিকে রাস্তা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী গ্রামে তাদের এক আত্মীয়ের বাসায় আটকে রেখে রাতভর ধর্ষণ করে। সকালে মেয়েটি ছাড়া পেয়ে প্রতিবেশীদের জানালে তারা অভিযুক্ত দু’জনকে ধরে শার্শা থানা পুলিশে সোপর্দ করে। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এসআরজে

Advertisement