বিনোদন

দর্শক এখন ইউটিউবেই নাটক বেশি দেখছে : অপূর্ব

মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনে একসঙ্গে একাধিক চ্যানেলে পছন্দের শিল্পীদের নাটক প্রচারের কারণে মানুষ দ্বিধায় পড়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা দেখবে! তারপর এদিক-সেদিক করতে গিয়ে কোনোটাই দেখতে পাচ্ছেন না। ফলে টেলিভিশনের পর্দা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন! তবে দর্শক নাটক দেখা ছেড়ে দিচ্ছেন এটা ঠিক নয়। বরং দর্শক এখন ইউটিউবেই নাটক বেশি দেখছে। এমন মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি বলেন, ‘আমি কিন্তু আমাদের নাটক নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য কখনোই প্রকাশ করিনি। এখনো করছি না। কারণ আমাদের নিজস্ব সংস্কৃতির নাটকগুলো দর্শকরা অবশ্যই দেখেন। টিভিতে না দেখলেও তারা ইউটিউবে দেখছেন। না হলে এত এত ভক্ত কীভাবে হয় আমাদের?’ টিভি পর্দায় দর্শকদের আবার ফিরিয়ে আনতে হলে করণীয় কী? অপূর্ব বলেন, ‘টিভিতে অনেক বিজ্ঞাপন প্রচার হয়। আর নাটকের মধ্যে এতো আকর্ষনীয় কিছু বিজ্ঞাপন বারবার প্রচার হয় যে, সেসব বিজ্ঞাপন নাটকে মনোযোগ নষ্ট করে। আর দর্শকদের আবার টিভি পর্দায় ফিরিয়ে আনার জন্য চ্যানেলগুলো অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তারা চাইলেই বিজ্ঞাপন বিরতির ক্ষেত্রে সুষ্ঠু নিয়ম করতে পারে। তাইলে টিভি পর্দাতেই আবার দর্শক ফিরবেন।’বর্তমানে একাধিক ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেতা। এর মধ্যে রয়েছে- ‘সানফ্লাওয়ার’, ‘মায়া’, ‘মেঘে ঢাকা শহর’, ‘টাইম’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’সহ আরো কিছু নাটক। ধারাবাহিকের পাশাপাশি খণ্ড নাটকের কাজও নিয়মিত করছেন অপূর্ব। সম্প্রতি বেশ কয়েকটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন তিনি। প্রতি বছরই বিজয় দিবসের বিশেষ নাটকে অভিনয় করেন অপূর্ব। তবে এবার সে ব্যস্ততা নেই। এ দিনটি উপলক্ষে কোনো বিশেষ নাটকে অভিনয় করেননি তিনি। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘প্রায় প্রতি বছরই বিজয় দিবসের বিশেষ নাটকের কাজ থাকে। এবার আমিই কোনো নাটকে অভিনয় করিনি। ধারাবাহিক নাটকের ব্যস্ততা আমাকে ছেড়ে দেইনি। তাই করা হয়ে ওঠেনি।’এনই/এলএ

Advertisement