জাতীয়

বাংলাদেশে সহিংসতা বন্ধে কেরিকে কংগ্রেস সদস্যদের চিঠি

যুক্তরাষ্ট্রের ১১ জন কংগ্রেস সদস্য বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়ে তা বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চিঠি দিয়েছেন। সহিংসতা কখনো রাজনীতির ভাষা হতে পারে না উল্লেখ করে বুধবার তারা এ চিঠি দেন। যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জোসেফ ক্রাউলির সঙ্গে এই চিঠি পাঠিয়েছেন জোসেফ ক্রাউলি, পিটার কিং, মাইক হোন্ডা, এলিয়ট এঞ্জেল, গ্রেস মেং, স্টিভ চ্যাবট, জেমস পি ম্যাকগভার্ন, হোসে সেরানো, জেরাল্ড ই কনোলি, আর্ল ব্লামেনুর ও উইলিয়াম আর কিটিং। গত দুই মাস ধরে বিএনপি জোটের অবরোধ-হরতালে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য কেরিকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। ডেমোক্রেট ও রিপাবলিকান দলের এই ১১ জন সংসদ সদস্য চিঠিতে বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার ওপর দিয়ে লিখেছেন, যতটা অগ্রগতি সাধনে বাংলাদেশ সক্ষম হয়েছে, চলমান সহিংসতার কারণে তা ব্যাহত হতে পারে। “বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সহিংসতাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে কারণে দ্বিমত রয়েছে তা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে প্রকাশ ঘটানো যেতে পারে।” রাজনৈতিক দলগুলোর জন্য শান্তিপূর্ণ কর্মকান্ডের পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হলে বর্তমান সরকারকে এর দায়ভার নিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।এসআরজে

Advertisement