সরকারী-বেসরকারী হাসপাতালের এ্যাম্বুলেন্স সার্ভিস এবং শুধুমাত্র এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে এমন প্রতিষ্ঠানগুলো রোগী ও লাশ পরিবহনে সেবা দিয়ে যাচ্ছে। সরকারী হাসপাতালের এ্যাম্বুলেন্স ছাড়াও বেসরকারী হাসপাতাল ও শুধুমাত্র এ্যাম্বুলেন্স সার্ভিস দেয় এমন প্রতিষ্ঠানের এ্যাম্বুলেন্স গুলোতে অক্সিজেন, প্রাথমিক চিকিৎসা, রক্ত প্রদানের ব্যবস্থাসহ শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।সার্ভিস এলাকাশুধুমাত্র ঢাকার অভ্যন্তরে সার্ভিস দিয়ে থাকে এমন প্রতিষ্ঠানগুলো হল হৃদরোগ হাসপাতাল এ্যাম্বুলেন্স, ঢাকা মেডিকেল এ্যাম্বুলেন্স সার্ভিস, আদ্ব-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ্যাম্বুলেন্স সার্ভিস, মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ এর এ্যাম্বুলেন্স সার্ভিস।স্কয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস, লাশবাহী ফ্রিজার ভ্যান (জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল), কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিস, আলিফ এ্যাম্বুলেন্স ও আল মারকাজুল ইসলাম এ্যাম্বুলেন্স সার্ভিসের এ্যাম্বুলেন্সগুলো ঢাকাসহ সারাদেশে রোগী ও লাশ পরিবহনে সেবা দিয়ে থাকে।ভাড়া পদ্ধতিএ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠানে গিয়ে বা নির্ধারিত ফোন নম্বরে ফোন করে এ্যাম্বুলেন্স ভাড়া করা যায়। এছাড়া ফোন করে ঠিকানা জানালে এ্যাম্বুলেন্স পৌঁছে যায়। এই প্রতিষ্ঠানগুলো রোগীদের সেবায় ২৪ ঘন্টাই সার্ভিস দিয়ে থাকে। ভাড়ার হারহৃদরোগ হাসপাতাল এ্যাম্বুলেন্স ঢাকার মধ্যে ব্যবহারে এসি গাড়ির জন্য ৫০০ টাকা ও নন এসি গাড়ির জন্য ৩০০ টাকা ভাড়া দিতে হয়। লাশবাহী ফ্রিজার ভ্যানের প্রতি ঘন্টায় চার্জ দিতে হয়। ঢাকার মধ্যে প্রতি ঘন্টার চার্জ ১,০০০ টাকা, ঢাকার বাইরের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ৪৫ টাকা হারে ভাড়া দিতে হয়। এক্ষেত্রে নির্দিষ্ট গন্তব্য থেকে ঢাকায় ফিরে আসার ভাড়াও পরিশোধ করতে হয়। প্রতি ঘন্টা বিলম্বের জন্য ১,০০০ টাকা বিলম্ব ফি দিতে হয়।ঢাকার এ্যাম্বুলেন্স সার্ভিসগুলোর ফোন নম্বরআল মাজহারুল ইসলাম এম্বুলেন্স- ৮১২৫৫৪৯, ৯১২৭৮৬৭, ৮১১৪৯৮০আনজুমান মফিজুল ইসলাম- ৯৩৩৬৬১১, ৭৪১১৬৬০, ৭৪১০৭৮৬আপনজন এম্বুলেন্স- ৯১২৫৪২০বারডেম- ৯৬৬১৫৫১-৬০, ৮৬১৬৬৪১-৫০ এক্স-২৩০১ঢাকা আই হাসপাতাল- ৮০১৪৪৭৬সিটি কর্পোরেশন- ৯৫৫৬০১৪, ৯৫৫৬০১৮৬, ৯৫৫৭১৮৬-৮৭মিরপুর কন্ট্রোল রুম- ৯০০৪৭৩৪সি এম এইচ- ৯৮৭১৪৬৯, ৯৮৭০০১১ডে নাইট এম্বুলেন্স- ৯১২৩০৭৩, ৮১২২০৪১ঢাকা মেডিকেল- ৮৬২৬৮১২ফায়ার সার্ভিস এম্বুলেন্স- ৯৫৫৬৬৬৬, ৯৫৫৫৫৫৫গ্রীন এম্বুলেন্স- ৯৩৩৪১২১, ৮৬১২৪১২হাড হাসপাতাল- ৯৮০১৭৪, ৯৮০৩৩০২হলি ফ্যামিলি- ৯১১৩৫১২, ৯৩১১৭২১-২৫কলেরা হাসপাতাল- ৮৮১১৭৫১-৬০লাইফ লাইন- ৮১৫৫৫৫০-২মেডিনোভা- ৮১১৩৭২১, ৯১২০২৮৮, ৯১১৬৮৫১মনোয়ারা হাসপাতাল- ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২জাতীয় হার্ট ইনষ্টিটিউট- ৯১২২৫৬০-৭২পিজি হাসপাতাল- ৮৬১৪০০১-৫, ৮৬১৪৫৪৫-৯প্রাইম হাসপাতাল- ৯৫৬২২৬৭, ৯৫৫৯৮৬২রাফা এ্যাম্বুলেন্স- ৯১১০৬৬৩রেড ক্রিসেন্ট এ্যাম্বুলেন্স- ৯১১৩৫১২, ৮৩১১৭২১-২৫সলিমুল্লাহ মেডিকেল- ৭৩১৯০০২-৬শহীদ সোহরাওয়ার্দি হাসপাতাল- ৯১৩০৮০০, ৯১২২৫৬০-৬৯শেফা এম্বুলেন্স- ৯১১১৭৫৮, ৮১১০৮৬৪শিশু হাসপাতাল- ৮১১৬০৬১-২, ৮১১৪৫৭১-২সাউথ এশিয়ান হাসপাতাল- ৮৬১৬৫৬৫, ৯৬৬৫৮৫২।
Advertisement