দেশজুড়ে

আব্দুল জলিলের ২য় মৃত্যুবার্ষিকী শুক্রবার

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের ২ম মৃত্যু বার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি নওগাঁয় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আব্দুল জলিলের বড় ছেলে নিজাম উদ্দিন জলিল জন জানান, শুক্রবার সকালে চকপ্রাণ মহল্লায় মরহুমের কবরের পাশে কোরআন খানি, মিলাদ-মাহফিল, দোয়া ও কবর জিয়ারত করা হবে। এছাড়া দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।অপরদিকে, ৬ মার্চ নওগাঁ স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন, মিলাদ মাহফিল, দোয়া, স্মৃতি চারন এবং আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্দ্যেগে ৭ মার্চ নওজোয়ান মাঠে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫০-এর দশকের শেষ ভাগে। ছাত্রজীবনেই তিনি তৎকালীন বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে শুরু করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। তাঁর অন্যতম পরিচয় ছিল ‘নওগাঁর জলিল’ হিসেবে। আব্দুল জলিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৭ নং সেক্টরের প্রধান সংগঠক ও যোদ্ধা ছিলেন। ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।এএইচ/আরআই

Advertisement