সাহিত্য

স্বাধীনতা

স্বপ্ন দেখেছিল ওরা অজেয় স্বাধীনতারবাঁধভাঙা সেই শৃঙ্খল ভেঙে অধীনতারতৃষ্ণার্ত হায়েনারা চায় বাঙালির শ্বাস,রক্তস্রোত দিয়ে মিটিয়েছিল পিয়াস।স্বাধীনতার উন্মাদনায় ছুটলো বাঙালি ছেলেরাহায়েনাদের ধ্বংস নিয়ে মত্ত ছিল তারা।থেমে তারা রইলো না আর দেহে  থাকতে প্রাণইতিহাস খুলে দেখ পাবে এর প্রমাণ।স্বাধীনতা লাখো নারীর সতীত্বেরই দানবিধমা মায়ের অন্ধের যষ্টি একমাত্র সন্তান।শত শিশুর হারিয়ে যাওয়া বাবা বাবা ডাকঅন্ধকারে আলো দেখানো ছোট একটি জোনাক।স্বাধীনতা রক্তেমাখা বীর শহীদের স্মৃতিলাল-সবুজের পতাকা আনতে হল যাদের ইতি।এসইউ/এইচআর/এমএস

Advertisement