হলমার্ক কেলেঙ্কারিতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দীর্ঘদিনের অপরিশোধিত দায় সোনালী ব্যাংকের নিজস্ব হিসেব থেকে বাধ্যতামূলক ক্রিয়াকর্তন করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিশোধিত করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রথম কিস্তি হিসেবে বৃহস্পতিবার বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১ লাখ ১২ হাজার ডলার পরিশোধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, পর্যায়ক্রমে অন্য বাণিজ্যিক বাংকের পাওনা সোনালী ব্যাংক এর হিসেব থেকে কেটে নিয়ে পরিশোধ করা হবে। দীর্ঘ দিন কেন্দ্রীয় ব্যাংকের তাগাদার পরও দায় পরিশোধ না করায় কেন্দ্রিয় ব্যাংক এ সিদ্ধান্ত নিলো।জানতে চাইলে বাংলাদেশ ব্যাংক এর সহকারী মূখপাত্র এএফএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।এসএ/আরএস
Advertisement