জাতীয়

এফবিআই আগমনে তদন্ত তরান্বিত হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধি দল ঢাকায় আসায় ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত তরান্বিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের ‘৪০ তম রাইজিং ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।রাইজিং ডে অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, গত ৫ জানুয়ারি থেকে একটি বিশেষ মহল হরতাল অবরোধের নামে পেট্রলবোমা মারছে, মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এ থেকে রেহাই পাচ্ছে না কর্তব্যরত পুলিশও। আমরা রাজধানীকে অপরাধমুক্ত দেখতে চাই। সেজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।তিনি আরও বলেন, পুলিশ শুধু নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণেই কাজ করছে না সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকা মহানগর পুলিশকে আধুনিক ও যুগোপযুগিকরণ এবং তথ্যসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতির সংযোজন ঘটানো হয়েছে। রাজধানীকে আরও বেশি সুন্দর ও নিরাপদ রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগীতা কামনা করেন তিনি।জেইউ/এএইচ/আরআই

Advertisement