জাতীয়

৭০ শতাংশ মামলার চার্জশীট হয়েছে : ডিএমপি কমিশনার

নাশকতাসহ বিভিন্ন ঘটনায় ২০১৪ সালে রাজধানীতে ১৯ হাজার ৪ শ’৭টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশ মামলার চার্জশীট আদালতে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে ঢাকা মহানগর পুলিশের ‘৪০ তম রাইজিং ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।আসাদুজ্জামান মিয়া বলেন, গত ৫ জানুয়ারি থেকে একটি বিশেষ মহল হরতাল অবরোধের নামে পেট্রলবোমা মারছে, মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এ থেকে রেহাই পাচ্ছে না কর্তব্যরত পুলিশও। আমরা রাজধানীকে অপরাধমুক্ত দেখতে চাই। সেজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।তিনি বলেন, ২০১৪ সালে পুলিশ বিপুল পরিমান জালনোট, মাদ্রকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করেছে। রাস্তায় অব্যবস্থাপনার কারণে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ২৫ কোটি ৫৯ লাখ টাকা। পুলিশ শুধু নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণেই কাজ করছে না সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই অংশ হিসেবে গেল শীতে ২০ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করেছে ডিএমপি।ঢাকা মহানগর পুলিশকে আধুনিক ও যুগোপযুগিকরণ এবং তথ্যসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতির সংযোজন ঘটানো হয়েছে। রাজধানীকে আরও বেশি সুন্দর ও নিরাপদ রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগীতা কামনা করেন তিনি। এছাড়া ডিএমপিকে ডিজিটালাইজড করার ক্ষেত্রে বিশেষ সহযোগীতা প্রদানের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।জেইউ/এএইচ/আরআই

Advertisement