শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। গুল্ক গোয়ন্দা বিভাগের এসি উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুর পৌনে ৩টায় রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটে (এসভি ৮০০) শাহজালাল বিমানবন্দরে পৌঁছান আব্দুল কাদির। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী চালিয়ে তার হাত ব্যাগ থেকে বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে ২০ টি বার চারটি চেইন ও দুটি কানের দুল রয়েছে।
Advertisement
এগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ। আব্দুল কাদিরের বাড়ী কেরানীগঞ্জে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।জেইউ/এএইচ/আরআই