বিনোদন

হাছন রাজা পদক পেলেন সেলিম চৌধুরী

সব ধরণের গানেই তিনি সমান পারদর্শি। তবে এদেশে তার জনপ্রিয়তা মরমী সাধক হাছন রাজার গান গেয়েই। বলছি মিষ্টি কণ্ঠের গায়ক সেলিম চৌধুরীর কথা। হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ খ্যাতি কুড়িয়েছেন সেলিম চৌধুরী। মঞ্চে কিংবা টিভি অনুষ্ঠানে তিনি হাছন রাজার গানই বেশি গান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রে তিনি হাছন রাজার গান গেয়ে সুনাম কুড়িয়েছেন।সম্প্রতি এই শিল্পী হাছন রাজা পদকে ভূষিত হয়েছেন।সোমবার জাতীয় জাদুঘরে হাছন রাজা পরিষদের আয়োজনে `জাতীয় হাছন রাজা লোক উৎসব-২০১৫` পালিত হয়। এ উপলক্ষে সেলিম চৌধুরীকে এ পদক প্রদান করা হয়।পদক পেয়ে সেলিম চৌধুরী বলেন, `যে কোন স্বীকৃতিই আনন্দের এবং আবেগের। এই পদক পাওয়াটাও তেমনি। আমি হাছন রাজার গানের অন্ধ ভক্ত। তাই প্রায়ই তার গান গেয়ে থাকি। বিভিন্ন সময় গান গেয়ে অনেক পুরস্কার পেলেও হাছন রাজার গানের জন্য এই প্রথম কোনো সম্মাননা পেলাম। এজন্য অনেক বেশি ভালো লাগছে। এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।`বর্তমানে হাছন রাজার গান নিয়ে একটি অ্যালবামের কাজও করছেন সেলিম চৌধুরী। এর নাম রেখেছেন `হাছন রাজার গানের তরী`। এটি তার সঙ্গীত ক্যারিয়ারের ১৭তম একক। কলকাতার একটি স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং হচ্ছে।এ প্রসঙ্গেও কথা বললেন সেলিম চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন এ অ্যালবামের কাজ আটকে ছিল। সম্প্রতি পুরোদমে এর কাজ শুরু হয়েছে। আশা করা যায়, চলতি বছরই অ্যালবামটি প্রকাশ হতে পারে।এলএ/আরআই

Advertisement