দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে কর্মরত মার্কিনি রাষ্ট্রদূত মার্ক লিপার্ট হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি ছুরি দিয়ে তার উপর হামলা চালায়। এতে লিপাটের মুখে ও হাতে গুরুতর যখম হয়। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন। খবর জি নিউজ।জানা গেছে, মধ্য সিওলের সেজং কালচারাল ইন্সটিটিউট ব্রেকফাস্ট ইভেন্টে বক্তব্য রাখার কথা ছিল লিপার্টের। বক্তৃতা দিতে মঞ্চে ওঠার সময় যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বিরোধী এক ব্যক্তি তার উপর এ হামলা চালায় । এতে তাঁর ডান গাল ও হাতে গভীর ক্ষত তৈরি হয়।সিওল পুলিস জানায়, ১০ ইঞ্চি লম্বা একটি ধারাল ছুরি দিয়ে তার উপর আক্রমণ করা হয়। সন্দেহভাজনকে তৎক্ষণাত গ্রেফতার করা হয়। তবে নাম ঠিকানা এখনও নিশ্চিত করেনি সিওল পুলিশ।এদিকে, হামলার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেউন-হি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা শুধুমাত্র মার্কিনি রাষ্ট্রদূতের উপর শারীরিক আক্রমণ নয়, সামগ্রিক ভাবেই এটি মার্কিন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সম্পর্কের উপর আঘাত। কোনও অবস্থাতেই এই ধরণের ঘটনা বরদাস্ত করা হবে না।এএইচ/আরআই
Advertisement