ফেসবুকের রং নীল কেন? কারণ, মার্ক জাকারবার্গ আংশিক বর্ণান্ধ। নীল রংটাই তিনি সবচেয়ে ভালো দেখতে পান। সবুজ, লাল-- এসব রঙের পার্থক্য তিনি ধরতে পারেন না।
Advertisement
২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী পেয়েছিলেন।
ফেসবুকের নাম যখন শুরুতে `দ্য ফেসবুক` ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত। ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর।
ফেসবুকের ইউআরএলের শেষে /4 লিখলেই আপনি পৌঁছে যাবেন মার্ক জাকারবার্গের প্রোফাইলে। লিঙ্কঃ www.facebook.com/4
Advertisement
আপনি যদি ফেসবুক কিনে নিতে চান, খুব বেশি নয়- কমপক্ষে ৪০ বিলিয়ন ডলার থাকতে হবে আপনার পকেটে!
ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন!
বিস্ট নামে জাকারবার্গের একটি পোষা কুকুর আছে। ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা দেড় কোটির বেশি!
মার্ক জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা যায়না!এইচএন/আরআই
Advertisement