রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ‘হোলিকা ’নামে পরিচিত সনাতন হিন্দুধর্মের হোলি উৎসব। এ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সনাতন সংঘের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধর্মের শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় তারা একে অপরকে রঙ-মাখানো ও নাচে-গানে মেতে ওঠেন।র্যালিতে অংশ নেয়া সনাতন হিন্দুধর্মের শিক্ষার্থী সত্য সরকার বলেন, সনাতন ধর্মের লোকেরা এই উৎসবটি যুগযুগ ধরে পালন করে আসছে। বৃন্দাবনে কৃষ্ণ ও রাধা যে রঙের খেলায় মেতেছিলো তা ই আমরা ভক্তিভরে স্মরণ করি। রঙের আনন্দ দিয়ে আমরা অন্যের মনকে রাঙানোর চেষ্টা করি।উল্লেখ্য, বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে কৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সাথে রঙ খেলায় মেতেছিলেন। এই ঘটনা থেকেই এই হোলি খেলা উদযাপিত হয়ে আসছে।এসএইচ/এআরএস/আরআইপি
Advertisement