বিয়া কইরা বিলাই হইছিবনে বাঘের বিয়ে হচ্ছে। সেখানে এসেছে শিয়াল, হাতি, সিংহ, ভাল্লুকসহ অনেকে। সবাই অনেক নাচ-গান করছে। কিন্তু বিড়াল কিছুটা ব্যতিক্রম। সে একটু নাচে আর একটু কাঁদে। বিষয়টা সিংহ মামার নজরে গেলো। বিড়ালের কাছে এসে বিড়ালকে বলছে-সিংহ : কিরে বিলাই, তুই একবার নাচোস তো আর একবার কান্দোস, ঘটনা কী?বিড়াল : কি আর কমু মামু, নাচি বাঘ মামুর বর্তমান অবস্থা দেইখা। আর কান্দি বাঘ মামুর ভবিষ্যত চিন্তা কইরা।সিংহ : ভবিষ্যত চিন্তা কইরা মানে?বিড়াল : মামু, আমিও এক সময় বাঘ মামুর লাহান বাঘ আছিলাম, বিয়া কইরা বিলাই হইছি।****সবার পালিয়ে বিয়েপিংকি : আমাকে বল্টুর সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে...মা : শোন পিংকি, আমি তোর বাবার সঙ্গে পালিয়েছিলাম। তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সঙ্গে! তোর ভাই গেছে কাজের মেয়ের সঙ্গে! তোর চাচা পালিয়ে বিয়ে করেছে মুচির মেয়েকে! তোর ফুফা পালিয়েছে দুধওয়ালীর সঙ্গে! তোর ফুপি ভেগেছে মালির সঙ্গে! তোর চাচাতো বোন রিংকি ভাগল কাশেমের সঙ্গে! তোর বাবা ২ বার পালিয়ে গিয়েছিল পাশের বাসার করিমের বউয়ের সঙ্গে! এখন তুইও পালিয়ে গেলে আমাদের মান-সম্মান তো কিচ্ছু থাকবে না!****জড়িয়ে ধরবে নাস্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবে না। বুঝেছ? এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল- বুয়া : হ আফা! আপনেই বুঝান তারে। আমি তো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি।এসইউ/এমএস
Advertisement