বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দলের জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ দলের ৬ উইকেটে জয়ের পর এ অভিনন্দন জানান তিনি।চেয়ারপরসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বেগম জিয়ার পক্ষ থেকে এ অভিনন্দন বার্তা সাংবাদিকদের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার অভিনন্দনবার্তায় বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্কটল্যান্ডের বিপক্ষে এই জয় এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের দ্বিতীয় জয়। এর আগে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০৫ রানের জয় পায় টাইগাররা।এমএম/বিএ/এমএস
Advertisement