তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর খেলার মাঠের কাছে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৭ জনই পুলিশ সদস্য আর বাকি দু’জন বেসামরিক নাগরিক। শনিবারের ওই হামলার ঘটনায় আরো ১৬৬ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির। ওই বোমার হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। সইলু জানিয়েছেন, বেসিকতাস ফুটবল স্টেডিয়ামের বাইরে প্রথমে গাড়িবোমা হামলা চালানো হয়। ওই হামলার মাত্র ৪৫ সেকেন্ড পরেই মাকা পার্কের কাছে আরো একটি হামলা চালানো হয়। এক আত্মঘাতি পার্কে থাকা পুলিশ সদস্যদের মাঝখানে গিয়ে নিজেকে বোমা মেরে উড়িয়ে দেয়। সইলু জানান, প্রশাসনের ধারণা পরপর দু’টি হামলার মধ্যে যোগসূত্র রয়েছে। ওই হামলার পেছনে কে বা কারা দায়ী সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। তবে চলতি বছর ইস্তাম্বুল এবং অন্যান্য শহরে বেশ কিছু ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং কুর্দিশ যোদ্ধারা। টিটিএন/এমএস
Advertisement