আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সমর্থন পেল ইরাকের নতুন প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই নতুন এই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত একটি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।ওবামা ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে হায়দার আল-আবাদির নিয়োগকে দেশটির সাম্প্রতিক সংকট উত্তরণে একটি কার্যকর পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরাক একটি কঠিন সময় পার করছে, এবং দেশটির বিবদমান রাজনৈতিক দলগুলোর উচিত এর সমাধানে একত্রে কাজ করা।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, নতুন নেতৃত্বকে একটি কঠিন দায়িত্ব পালন করতে হবে, আর সেটি হলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশটিতে একটি ঐক্যমতের সরকার গঠন করে নাগরিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে।এদিকে, শুক্রবার ইরাকী কুর্দিস্তানের রাজধানী ইরবিলের কাছে ইসলামিক স্টেট জঙ্গিদের ভারি অস্ত্র লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এছাড়া হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

Advertisement