জাতীয়

এবার গঠিত হল সরকার সমর্থক ‘নাগরিক সমাজ’

সরকারের পক্ষে ‘নাগরিক সমাজ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তি সরাসরি রাজনীতি করেন না, কিন্তু সরকার সমর্থক তাদের নিয়েই এ কমিটি গঠন করা হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, উদ্বিগ্ন নাগরিক সমাজের পাল্টা হিসেবে এ কমিটি কাজ করব।জানা গেছে, এ নাগরিক সমাজ সরকারের ভাবমর্যাদা ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাবে। বিরোধী জোটের আন্দোলন-সংগ্রাম চলাকালে সহিংসতা ও ক্ষয়ক্ষতির ধরণ নাগরিক সমাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরবে। পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্রও তুলে ধরা হবে বলে জানা গেছে।মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভাটি খুবই গোপনে করা হয়েছে। এতে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।এ সময় পিকেএসএফের গভর্নিং বডির সদস্য ড. প্রতিমা পাল মজুমদার, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. একেএম নূরুন্নবী, খন্দকার ইব্রাহীম খালেদ, ড. এমএ কাশেম, পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন ও বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।এছাড়া বৈঠকে বিভিন্ন এনজিওর মালিক ও কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : যুগান্তরএসএইচএ/এআরএস/আরআইপি

Advertisement