খেলাধুলা

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে নেই সাকিব

বিপিএলের জমজমাট চতুর্থ আসর শেষ। ঢাকা ডায়নামাইটসের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামলো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরের। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।বিপিএল শেষ হওয়ার পর পুরো আসর নিয়ে এখন চলছে নানা হিসোব-নিকেশ। কে কত ভালো করলো, কে কত খারাপ করলো, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার কিংবা সেরা ফিল্ডার কে- এসবই এখন হিসাব-নিকেশের পালা। এরই মধ্যে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো ঘোষণা করেছে বিপিএলের সেরা একাদশ। আশ্চর্যজনক হলেও সত্যি চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান জায়গা পাননি সেই একাদশে। ক্রিকইনফোর একাদশের নেতৃত্বে রাখা হয়েছে ফাইনালে পরাজিত দল ড্যারেন স্যামিকে।মূলত ঢাকা চ্যাম্পিয়ন হলেও পুরো টুর্নামেন্টেই ব্যাট এবং বল হাতে তেমন কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি সাকিব আল হাসান। যে কারণে ক্রিকইনফোর বিবেচনায় আসতে পারেননি তিনি।অপরদিকে নিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ড্যারেন স্যামি রাজশাহী কিংসকে নিয়ে এসেছিলেন ফাইনাল পর্যন্ত। ভাগ্যের ফেরে শিরোপা হয়তো জিততে পারেননি; কিন্তু পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। এ কারণেই মূলতঃ স্যামিকে রাখা হয়েছে সেরা একাদশের নেতৃত্বে।অবধারিতভাবেই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার তামিম ইকবাল ওপেনার হিসেবে সেরা একাদশে। ঢাকার নজরকাড়া ওপেনার মেহেদী মারূফকে বেছে নেয়া হয়েছে তামিমের সঙ্গী হিসেবে। ওয়ান ডাউনে (তিন নম্বরে) লড়াই হয়েছে মোহাম্মদ মিথুন এবং সাব্বির রহমানের মধ্যে। তবে এক সেঞ্চুরি দিয়েই মিথুনকে পেছনে ফেলে দিয়েছেন সাব্বির রহমান। টুর্নামেন্ট সেরা মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটে এবং বলে ছিলেন সমান পারফরমার। ব্যাট হাতে ৩৯৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১০ উইকেট। তাকে ছাড়া তো বিপিএলের সেরা একাদশ কল্পনাই করা যায় না। বিদেশি কোটায় মাহমুদউল্লাহর পরেই জায়গা পেয়ে গেলেন মোহাম্মদ নবি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমার। চিটাগাং ভাইকিংসকে জিতিয়েছেন অনেকগুলো ম্যাচ। ড্যারেন স্যামি তো এলেন অধিনায়ক এবং পারফরমার হিসেবেই।এরপরের জায়গাটি মুশফিকুর রহীমের জন্য। বরিশাল বুলসের অধিনায়ক তার দল নিয়ে বিদায় নিয়েছেন একেবারে তলানীতে থেকে। কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত পারফরমার ছিলেন তিনি। উইকেটকিপার হিসেবে তার বিকল্পও নেই। সুতরাং, একাদশে জায়গা পেলেন তিনিও। বিদেশি কোটায় আরেকজন ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো। ঢাকার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আসল নায়ক বলা যায়। ব্যাট এবং বল হাতে পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন অসাধারণ পারফরমার। ১০৪ রানের পাশাপাশি নিয়েছেন ২১ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। সুতরাং, একাদশে জায়গা পেয়ে গেলেন তিনি। বাকি তিনটি স্থান বোলারদের জন্য। এই তিনটি জায়গায় এলেন স্পিনার আরাফাত সানি, পেসার শফিউল ইসলাম এবং জুনায়েদ খান। পাকিস্তানি জুনায়েদ বিদেশি কোটায় এবং ছিলেন দুর্দান্ত পারফরমার। নিয়েছেন ২০ উইকেট।

Advertisement

ইএসপিএন ক্রিকইনফোর দৃষ্টিতে বিপিএলের সেরা একাদশতামিম ইকবাল, মেহেদী মারূফ, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, ড্যারেন স্যামি (অধিনায়ক), মোহাম্মদ নবি, মুশফিকুর রহীম, ডোয়াইন ব্র্যাভো, আরাফাত সানি, শফিউল ইসলাম এবং জুনায়েদ খান। আইএইচএস/আরআইপি