বিনোদন

মুখোশ মানুষ ছবির মুক্তিতে বাধা নেই

সাইবার ক্রাইম নিয়ে তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল নির্মাণ করেছেন ‘মুখোশ মানুষ’ ছবি। ছবিটি সেন্সর সনদ লাভ করে বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে এর ট্রেলার প্রকাশ হয়। সেখানে থ্রিলার আর রোমান্টিক সম্পর্কের উষ্ণতা দু’টোই বেশ উত্তাপ ছড়ায়।ছবিটির পরিচালক ও প্রযোজক যখন এর মুক্তির প্রহর গুনছেন তখনই খবর জানা গেল ‘মুখোশ মানুষ’ ছবির সেন্সর সনদ বাতিলের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ডকে লিখিত চিঠি দেয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ছবির নির্মাতা ইয়াসির আরাফাত নিয়ম ভঙ্গ করেছেন। সেখানে আরো কয়েকটি অভিযোগের কথা বলা হয়েছে। তার প্রেক্ষিতে ছবিটি যাতে ৩০ ডিসেম্বর মুক্তি না পায়, সেজন্য সেন্সর বোর্ডকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।  কিন্তু ছবির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল এ বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলছেন উল্টো কথা। তার ভাষ্য, ‘ছবিটি ৩০ ডিসেম্বরেই মুক্তি পাবে। সেন্সর বোর্ড সবকিছু বিচার বিবেচনা করে অনেক আগেই ছবিটিকে মুক্তির অনুমতি দিয়েছে। গেল বৃহস্পতিবার পোস্টারেরও সেন্সর ছাড়পত্রও দিয়েছে বোর্ড। হুট করে এই খবর কেন হঠাৎ বাজারে ছড়ালো বুঝলাম না।’তিনি বলেন, ‘আমাদের ছবিটি মুক্তি দিতে চলচ্চিত্রের আইনগত দিক থেকে কোনো বাঁধা নেই। আশা করছি নতুন বছরের শুরুতে দর্শকদের সামনে ভালো কিছু্ উপহার দিতে পারবো।’নির্মাতা জুয়েলের কথার সঙ্গে সুর মেলালেন সেন্সর বোর্ডের সেক্রেটারি জালাল উদ্দীন মুন্সী। তিনি বলেন, ‘তথ্য মন্ত্রনালয় থেকে ‘মুখোশ মানুষ’ ছবির মুক্তি বন্ধ রাখতে কিংবা সেন্সর সনদ বাতিল করতে আমাদের কাছে কোনো লিখিত চিঠি আসেনি। তাই মুক্তিতে বাঁধা দেয়ার সুযোগ নেই। ছবিটি আগেই সেন্সর সনদ পেয়েছে। এর পোস্টারের অনুমতিও দেয়া হয়েছে। নির্মাতা-প্রযোজক যে দিন ইচ্ছে সেদিন মুক্তি দিতে পারেন তাদের ছবি।’তবে কেন এই মিথ্যে খবর ছড়ালো? নির্মাতা জুয়েল বলেন, ‘বলা হচ্ছে জাপান-বাংলা (জেবি) মিডিয়া লিমিটেডের প্রযোজনায় ‘দ্য ফেইক’ নামের একটি নাটক বানিয়েছিলাম আমি। সেটি প্রচার হয়নি। সেটাকেই নাকি চলচ্চিত্র আকারে মুক্তি দিচ্ছি। কিন্তু এটি মিথ্যে।’তিনি বলেন, ‘দ্য ফেইক’ নামের একটি নাটক বানিয়েছিলাম ২০১৩ সালে। এবং এটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছেও জমা দিয়েছিলাম। পরে তারা নাটকটি প্রচার করেননি। এরপর আমি নতুন করে স্ক্রিপ্ট লিখে, গল্পে পরিবর্তন এনে ডিজি মোশন পিকচার্সের ব্যানারে ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্র নির্মাণ করেছি।’নির্মাতার প্রশ্ন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একাধিকজন ছবি বানাতে পারেন। আমার আগে যদি কেউ বানায় এবং পরে আমি বানাই তবে আগের জন্য কিভাবে বলবেন যে আমি তার গল্প নিয়েছি?’সবশেষে বলেন, ‘দু’একদিনের মধ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করবো। সেখানে সবাইকে ডাকা হবে। তখন বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেব।’এদিকে ছবিটি নিয়ে ভ্রান্ত সংবাদ প্রকাশের প্রতিবাদে আগামীকাল রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। সেখানে উপস্থিত থাকবেন ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করা হিল্লোল, কল্যান এবং নওশীন।‘মুখোশ মানুষ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, কল্যাণ কোরাইয়া, লামিয়া মিমো, প্রসূন আজাদ, মাহমুদুল ইসলাম রাইজা প্রমুখ।    এনই/এলএ

Advertisement