লাইফস্টাইল

মেয়োনেজের ব্যতিক্রমী ব্যবহার

প্রতিদিনের রান্নাবান্নার কাজে মেয়োনেজ প্রয়োজন হয়ই। আর এই মেয়োনেজ সবার ঘরেই থাকে। কিন্তু এমন যদি হয় যে মেয়োনেজের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে শিগগিরই, কিন্তু অল্প সময়ের মধ্যে সবটুকু মেয়োনেজ খাওয়াও সম্ভব নয়, এরকম অবস্থায় ফেলে না দিয়ে মেয়োনেজ দিয়ে কিছু কাজ করতে পারবেন খুব সহজেই। চলুন জেনে নিইত্বককে পুড়ে যাওয়া থেকে বাঁচাতে ব্যবহার করুন মেয়োনেজ। দেখবেন, এটা অ্যালোভেরা পাতার গুণ নিয়েই আপনার ত্বককে সূর্যের তাপ ও প্রখরতা থেকে রক্ষা করবে।আপনি চাইলে মেয়োনেজকে কনডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। এগুলো আপনার স্কাল্পে ভালো করে ঘষে ঘষে মাখুন। কয়েক মিনিট অপেক্ষা করে নিয়মিত ব্যবহৃত শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। আপনার চুল হবে নরম ও উজ্জ্বল।আপনার হাতের বা পায়ের নখ নরম এবং এ কারণে বেঁকে যায়। ম্যানিকিউরিস্টকে অনেক টাকা দিয়েও উপকার না পেয়ে হতাশ আপনি! একটা পেয়ালায় মেয়োনেজ ভরে নিন। এরপর আপনার নখকে ওই পেয়ালায় পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। দেখবেন আপনার নখ কেমন শক্ত এবং চকচকে হয়।আপনার ত্বকের উজ্জ্বলতা আর তুলতুলে ভাব বাড়াতে যে ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন, সেটির পরিবর্তে মেয়োনেজ ব্যবহার করুন। আর দেখুন এর জাদু।মাথার উঁকুন দূর করতে চাইলে শুধু মেয়োনেজকে শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন। এ অবস্থায় মাথাটাকে টুপি কিংবা রুমাল দিয়ে বেঁধে ফেলুন। সকালে গোসল করুন। দশ দিন পর আরেকবার। উঁকুন দূর হবে।এইচএন/জেআই

Advertisement